সারাদেশ

ঘিওরে শত্রুতার  জেরে কৃষকের ৩ শতাধিক লাউ গাছ কর্তন

মানিকগঞ্জের ঘিওরে পূর্ব শত্রুতার জের ধরে লাল খান (৬৫) নামের এক কৃষকের ৩ শতাধিক লাউ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষকের পরিবার।

শুকবার (১০ নভেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বড় পয়লা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মোঃ লাল খান,ওই এলাকার মৃত মঙ্গল খানের ছেলে।

সরজমিনে দেখা গেছে, মাত্র লাউগুলো বেড়ে উঠছিল। এরমধ্যেই গাছের গোড়া কেটে ফেলায় বিবর্ণ হয়ে গেছে ক্ষেত। কালচে হয়ে গেছে পাতাগুলো। নষ্ট হয়ে গেলো লাউগুলো। লাউগুলো নিচে পড়ে আছে। এসময় তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। তারা এর সুষ্ঠু বিচার চান। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

ভুক্তভোগী কৃষক লাল খান জানায়, দীর্ঘ ২০ বছর যাবৎ তারই আপন বড় ভাই আওয়াল খানের ২০ শতাংশ জমি চাষাবাদ করে আসছেন। এ বছর তিনি জমিতে তিন শতাধিক লাউ গাছ বোপন করেন। প্রতিটি লাউ গাছে ব্যাপক ফলন ধরেছে। গত কয়েক দিন আগে সে প্রায় ১০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। পুরো সিজনে প্রায় ৩ লাখ টাকার লাউ বিক্রি করা যেত। হঠাৎ ধরন্ত লাই সহ জমির মালিক তাকে জমিটি ছেড়ে দিতে বলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিক গ্রাম্য সালিশী বৈঠিক বসে। বিয়ষটি সুরাহা না হওয়ায় শুক্রবার ভোরে ক্ষিপ্ত হয়ে ওই জমির মালিক আওয়াল খান গংরা প্রায় ৩ শতাধিক লাউসহ সমস্ত গাছগুলো কেটে ফেলেন। এতে কৃষক লাল খানের প্রায় ৩ লাক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়। এক পর্যায়ে ক্ষতিগ্রস্থ কৃষক কোন উপায় না পেয়ে ৯৯৯ লাইন ফোন করলে ঘিওর থানার পুলিশ ঘটনা স্থলে যায়।

এদিকে অভিযুক্ত আওয়াল খানের ছেলে রিয়ান ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, আমাদের পারিবারিক ঘটনা আমরা নিজেরাই সমাধান করেনিব।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান জানান,তারা ৯৯৯ লাইনে ফোন করেছে। পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button